New Update
/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
নিজস্ব সংবাদদাতা: শিবগঙ্গার বিজেপি জেলা সম্পাদক সেলভাকুমারকে শনিবার রাতে অজ্ঞাত আততায়ীরা নির্মমভাবে খুন করেছে। খুনের ঘটনায় এক অভিযুক্তের পায়ে গুলি লেগেছে। শিবগঙ্গা জেলায় পুলিশের সাব-কনস্টেবলের উপর হামলা করে পালানোর চেষ্টা করার সময় অভিযুক্তকে আট করা হয়েছে। আহত অভিযুক্তের নাম ভানিয়াগুড়ির পি বসন্তকুমার (25)। শিবগঙ্গার বিজেপি জেলা সম্পাদক সেলভাকুমারকে হত্যার অভিযোগে শিবগঙ্গা তালুক পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত পাঁচজনের মধ্যে সে অন্যতম।
#UPDATE | Tamil Nadu: One of the accused in the BJP district secretary of Sivaganga murder case was shot in the leg and caught after attempting to escape by attacking a police sub-constable in Sivaganga district. The injured accused, identified as P Vasanthkumar (25) of… https://t.co/ahZQ8WejKv
— ANI (@ANI) July 29, 2024