এই মুহূর্তের বড় খবর! বিজেপি জেলা সম্পাদককে খুনের ঘটনায় গ্রেফতার এক

বিজেপি জেলা সম্পাদককে খুনের ঘটনায় গ্রেফতার এক।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: শিবগঙ্গার বিজেপি জেলা সম্পাদক সেলভাকুমারকে শনিবার রাতে অজ্ঞাত আততায়ীরা নির্মমভাবে খুন করেছে। খুনের ঘটনায় এক অভিযুক্তের পায়ে গুলি লেগেছে। শিবগঙ্গা জেলায় পুলিশের সাব-কনস্টেবলের উপর হামলা করে পালানোর চেষ্টা করার সময় অভিযুক্তকে আট করা হয়েছে। আহত অভিযুক্তের নাম ভানিয়াগুড়ির পি বসন্তকুমার (25)। শিবগঙ্গার বিজেপি জেলা সম্পাদক সেলভাকুমারকে হত্যার অভিযোগে শিবগঙ্গা তালুক পুলিশ গ্রেপ্তার করেছে।  অভিযুক্ত পাঁচজনের মধ্যে সে অন্যতম। 

dead body .jpg