New Update
/anm-bengali/media/media_files/2qMRgt8VhHDmfKfMy5Lq.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছুদিন ধরেই দিল্লি মেট্রোতে চলছে একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সব ঘটনা। এবার ফের একবার তেমনই এক ঘটনা ঘটেছে দিল্লি মেট্রোতে।
/anm-bengali/media/post_attachments/8b8470605c2512efaa573762c6e61ed23aafbcb78abafbe7b3b14a665e8d5bd7.jpg)
জানা গিয়েছে যে, দিল্লি মেট্রোতে এক তরুণীর বিকিনি পরে উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়াও এর আগে ডদিল্লি মেট্রোতে কখনও গভীর চুম্বন, অন্তর্বাস পরে সিটে বসে থাকা যাত্রী ইত্যাদি ভাইরাল হয়েছে।
/anm-bengali/media/post_attachments/fa05fded355b4d1196c76c949b3d809483bcd9f93a73e7f4a666f0cec156ee79.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ১৬০০ জন যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও, ইতিমধ্যে ১৬৪৭ জনকে জরিমানা করা হয়েছে। আরও জানা গিয়েছে যে, আগামী দিনে এরকম ঘটনার জন্য আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us