খাড়গেকে অপমান প্রধানমন্ত্রীর, ওয়াকআউট বিরোধীদের!বিস্ফোরক শরদ পাওয়ার

রাজ্যসভা থেকে বিরোধীদের ওয়াকআউট প্রসঙ্গে বড় মন্তব্য করলেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার।

author-image
Aniruddha Chakraborty
New Update
Sharad Pawar

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভা থেকে বিরোধীদের ওয়াকআউট প্রসঙ্গে এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, "উনি (মল্লিকার্জুন খাড়গে) সাংবিধানিক পদে রয়েছেন। প্রধানমন্ত্রী হোন বা সভার চেয়ারম্যান, তাঁকে সম্মান করা তাঁদের দায়িত্ব, কিন্তু আজ সব উপেক্ষা করা হয়েছে এবং তাই পুরো বিরোধীরা তাঁর সঙ্গে রয়েছে এবং তাই আমরা ওয়াকআউট করেছি।" 

;lm,

Adddd