ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় অর্থনৈতিক সমীক্ষা প্রসঙ্গে সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, “পুরোটাই প্রচার এবং স্পিন। প্রকৃত বাস্তবতা হচ্ছে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ এবং এটি মানুষের জীবন-জীবিকাকে পঙ্গু করে দিচ্ছে। সেটা উল্লেখ করার মতো নয়।
/anm-bengali/media/media_files/RdtBBNq2yRyRmjQZzNwr.jpg)
বেকারত্ব- আগামী ২০ বছর ধরে প্রতি বছর ৮০ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে। গত দশ বছরে কী সৃষ্টি হয়েছে? কমেছে পতন। মানুষের জীবনের মৌলিক বিষয়গুলো দারিদ্র্য বিমোচন। ১০০ কোটিরও বেশি মানুষের বেঁচে থাকার জন্য ভর্তুকিযুক্ত বা বিনামূল্যে খাদ্য প্রয়োজন বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে। এই সরকার স্বীকার করে যে প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশনের উপর নির্ভর করে বেঁচে আছেন।
বিশ্বে শিশু অপুষ্টির হার সবচেয়ে বেশি। সুতরাং, এটি একটি সম্পূর্ণ ব্রাশ-অফ। এই পরিসংখ্যানগুলি সম্পূর্ণ প্রতারণা, তথ্য জালিয়াতি আজ এই সরকারের কাছে একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবং এটি সত্যিই অর্থনীতির ক্ষেত্রে বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে হ্রাস করছে।”
#WATCH | On National Economic Survey, CPI(M) General Secretary Sitaram Yechury says, "...It's all propaganda and spin. The actual reality is that food inflation is at 10%, and it is crippling people's livelihoods. That doesn't find mention. Unemployment - 80 lakh jobs have to be… pic.twitter.com/AijreCELrw
— ANI (@ANI) July 22, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us