রাহুল গান্ধী খ্রিস্টান না হিন্দু না পারসি...বিস্ফোরক মোদির মন্ত্রী!

রাহুল গান্ধীর ধর্ম নিয়ে বিশেষ মন্তব্য এই মন্ত্রীর।

author-image
Anusmita Bhattacharya
New Update
rahul6

নিজস্ব সংবাদদাতা: বেগুসরায়তে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে 'নাচ' মন্তব্যের দিকে আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, "ছট মহাপর্ব সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্য হিন্দু ও সনাতন ধর্মের উপরে একটি আক্রমণ। আজ পর্যন্ত তিনি তার জাতি বা ধর্ম প্রকাশ করেননি। তিনি খ্রিস্টান বা হিন্দু বা পারসি যাই হন না কেন, আমি সবাইকে সম্মান করি। কিন্তু যদি রাহুল গান্ধী ছটকে অসম্মান করেন, সনাতনী হিন্দু তাকে ক্ষমা করবে না। এর পাল্টা জবাব দেওয়া হবে এবং যথাযথ জবাব দেওয়া হবে...যেহেতু তিনি নিজের ধর্ম সম্পর্কে কিছু জানেন না, তাই তিনি অন্যদের ধর্মকে অসম্মান করেন"।

giriraj hjy.jpg