৪ জুন! ২০০৪ সালের পুনরাবৃত্তি! কীসের ইঙ্গিত দিলেন কংগ্রেস সাংসদ?

২০২৪ লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র বাকি এক সপ্তাহ। সেই নিয়ে দেশ জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভোটের আগে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

author-image
Probha Rani Das
New Update
ppolp22.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কেরলের তিরুবনন্তপুরম থেকে কংগ্রেস প্রার্থী শশী থারুর বলেন, “৪ জুন আমরা দেখতে পাব যে গণতন্ত্রের শক্তি সংখ্যাগরিষ্ঠ আসনে কংগ্রেস জয়লাভ করবে। বিজেপি খুব রূঢ় ধাক্কা খাচ্ছে এবং এটি আবার ২০০৪ হতে চলেছেআমার মনে হয় না 'হিন্দি-হিন্দুত্ব-হিন্দুস্তান' কাজ করবে, কারণ আমরা যারা আরও অন্তর্ভুক্তিমূলক ভারত দেখতে চাই তাদের সবার জন্য।” 

ppolp21.jpg

Add 1