নির্বাচন, ক্ষমতার ভক্ত কেজরিওয়াল! অকপট কেন্দ্রীয় মন্ত্রী

শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

author-image
Probha Rani Das
New Update
giriraj singhh rty.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসরাইয়ের বিজেপি প্রার্থী গিরিরাজ সিং বলেন, “কেজরিওয়াল ভয় পেয়েছেন এবং সবেমাত্র জেল থেকে প্যারোলে বেরিয়েছেনঅরবিন্দ কেজরিওয়াল এমন এক ব্যক্তির নাম যিনি তাঁর কথায় অটল নন, যখন রাম মন্দির নিয়ে বিতর্ক হয়েছিল, তখন তিনি বলতেন যে মসজিদ ভেঙে যে জায়গাটি তৈরি হয়েছিল সেখানে আমি যাব না, কিন্তু তারপরে তিনি রামভক্ত হয়ে গেলেনতবে তিনি রামভক্ত বা হনুমান ভক্ত নন, তিনি ক্ষমতার ভক্ত

giriraj singhh.jpg

তিনি আরও বলেছেন, “কেজরিওয়ালের প্রধানমন্ত্রী মোদীর উপদেষ্টা হওয়া উচিত নয়, যতদিন দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীকে চান, ততদিন তিনি দেশকে দিশা দেখাবেন, ২০২৯ সালের পরেও দেশের মানুষ চাইলে নরেন্দ্র মোদী সেখানে থাকবেন। 

giriraj.jpg

Add 1