সীমান্তে পাকিস্তানের চোখ রাঙানি, কড়া জবাব ভারতের

রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বিনা প্ররোচনায় পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে বিএসএফের এক হেড কনস্টেবল নিহত হয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
ARINDAM.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে।  ভারতপাকিস্তানেরমধ্যেআন্তঃসীমান্তগোলাবর্ষণের ঘটনাও ঘটছে। এদিকে এই ঘটনাপ্রসঙ্গে এবার বড় দাবি করলেনবিদেশমন্ত্রকেরমুখপাত্রঅরিন্দমবাগচী। তিনিবলেছেন, "যুদ্ধবিরতিলঙ্ঘনএবংড্রোনবাগুলিবর্ষণেরমাধ্যমেসীমান্তেঅনুপ্রবেশেরঘটনাআমাদেরদ্বিপাক্ষিকচুক্তিরলঙ্ঘন হচ্ছে।আমরাসবসময়পাকিস্তানেরসামনেদাঁড়িয়েথাকি।বিএসএফপাকিস্তানেরসাথেপতাকাবৈঠকেসাম্প্রতিকঘটনাগুলিতেবিষয়টিউত্থাপনকরেছিল।আমরাবিভিন্নদ্বিপাক্ষিকচ্যানেলেরমাধ্যমেওবিষয়টিতাদেরসামনেতুলেধরেছি।“