বুডগাম উপনির্বাচনে ওমর আবদুল্লাহর বার্তা — “জনতার ভরসা রেখেছি, তাই প্রচারে নামা আমার দায়িত্ব”

ন্যাশনাল কনফারেন্স প্রার্থীর পক্ষে জনসমর্থন চেয়ে মুখ্যমন্ত্রীর আন্তরিক আহ্বান।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-08 4.04.30 PM

নিজস্ব সংবাদদাতা: বুডগাম উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর নেতা ওমর আবদুল্লাহ আজ বলেন, “বুডগামের জনগণ অতীতে আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রেখেছেন, সেটি আমি অত্যন্ত মর্যাদা দিই। তাই এনসি প্রার্থীর পক্ষে প্রচার করা আমার দায়িত্ব এবং কর্তব্য।”

তিনি আরও বলেন, “আমি বুডগামের মানুষের সঙ্গে সবসময় যুক্ত থেকেছি। তাদের সমস্যা, তাদের আশা-আকাঙ্ক্ষা আমার জানা আছে। এই উপনির্বাচনে তারা যে প্রার্থীকে সমর্থন করছেন, তিনি আমাদের দলের আদর্শ ও উন্নয়নের পথকে এগিয়ে নিয়ে যাবেন।”