/anm-bengali/media/media_files/2025/11/08/screenshot-2025-11-08-30-pm-2025-11-08-16-04-54.png)
নিজস্ব সংবাদদাতা: বুডগাম উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর নেতা ওমর আবদুল্লাহ আজ বলেন, “বুডগামের জনগণ অতীতে আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রেখেছেন, সেটি আমি অত্যন্ত মর্যাদা দিই। তাই এনসি প্রার্থীর পক্ষে প্রচার করা আমার দায়িত্ব এবং কর্তব্য।”
/anm-bengali/media/post_attachments/593c6fb0-60b.png)
তিনি আরও বলেন, “আমি বুডগামের মানুষের সঙ্গে সবসময় যুক্ত থেকেছি। তাদের সমস্যা, তাদের আশা-আকাঙ্ক্ষা আমার জানা আছে। এই উপনির্বাচনে তারা যে প্রার্থীকে সমর্থন করছেন, তিনি আমাদের দলের আদর্শ ও উন্নয়নের পথকে এগিয়ে নিয়ে যাবেন।”
#WATCH | Budgam | Budgam bypoll | J&K CM Omar Abdullah says, "...It is my responsibility to campaign for the NC candidate as the public of Budgam bestowed their trust on me and I want to fulfil that responsibility..." pic.twitter.com/8Uwd5gCa7k
— ANI (@ANI) November 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us