নিজস্ব সংবাদদাতা: অপারেশন মহাদেবের সাফল্যে খুশি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পাহেলগাঁও হামলায় জড়িত তিন কুখ্যাত জঙ্গিকে গুলি করে খতম করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার এই অভিযানের প্রশংসা করে ওমর বলেন, “পাহেলগাঁও হামলার দিন থেকেই পুলিশ, আধাসেনা ও সেনাবাহিনী একযোগে জঙ্গিদের খোঁজে নেমেছিল। আজ যদি তাদের একজনও খতম হয়ে থাকে, সেটাও একটা বড় সাফল্য।”
তিনি আরও জানান, “এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ উপত্যকার শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে বড় হুমকি। বাহিনীর এমন দ্রুত ও সফল পদক্ষেপে সাধারণ মানুষ অনেকটাই নিশ্চিন্ত হতে পারেন।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/pahalgam-terrorists-2025-07-28-17-13-05.jpg)
প্রসঙ্গত, পাহেলগাঁও হামলার পর থেকে লস্কর ও জইশের যৌথ জঙ্গি মডিউলকে খুঁজে বের করতে সক্রিয় হয় সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগ। ১৪ দিন ধরে গোপন নজরদারির পর, গোপন বার্তা ও স্থানীয় বেদুইন সম্প্রদায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় ‘অপারেশন মহাদেব’। গুলির লড়াইয়ে খতম করা হয় পাহেলগাঁও হামলার মূল চক্রী সহ তিন কুখ্যাত জঙ্গিকে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট, উপত্যকায় সন্ত্রাস রোধে রাজনৈতিক ও প্রশাসনিক স্তর থেকে এই ধরনের সফল অভিযানের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।
জঙ্গি নিধনে সফল সেনা, এবার মুখ খুললেন ওমর আবদুল্লা— বললেন, “এই সাফল্য উপত্যকার জন্য আশার আলো”
একজন জঙ্গিও খতম হলে ভালো!”— অপারেশন মহাদেব নিয়ে বড় মন্তব্য ওমর আবদুল্লার, বাহিনীকে জানালেন কৃতজ্ঞতা।
নিজস্ব সংবাদদাতা: অপারেশন মহাদেবের সাফল্যে খুশি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পাহেলগাঁও হামলায় জড়িত তিন কুখ্যাত জঙ্গিকে গুলি করে খতম করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার এই অভিযানের প্রশংসা করে ওমর বলেন, “পাহেলগাঁও হামলার দিন থেকেই পুলিশ, আধাসেনা ও সেনাবাহিনী একযোগে জঙ্গিদের খোঁজে নেমেছিল। আজ যদি তাদের একজনও খতম হয়ে থাকে, সেটাও একটা বড় সাফল্য।”
তিনি আরও জানান, “এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ উপত্যকার শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে বড় হুমকি। বাহিনীর এমন দ্রুত ও সফল পদক্ষেপে সাধারণ মানুষ অনেকটাই নিশ্চিন্ত হতে পারেন।”
প্রসঙ্গত, পাহেলগাঁও হামলার পর থেকে লস্কর ও জইশের যৌথ জঙ্গি মডিউলকে খুঁজে বের করতে সক্রিয় হয় সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগ। ১৪ দিন ধরে গোপন নজরদারির পর, গোপন বার্তা ও স্থানীয় বেদুইন সম্প্রদায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় ‘অপারেশন মহাদেব’। গুলির লড়াইয়ে খতম করা হয় পাহেলগাঁও হামলার মূল চক্রী সহ তিন কুখ্যাত জঙ্গিকে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট, উপত্যকায় সন্ত্রাস রোধে রাজনৈতিক ও প্রশাসনিক স্তর থেকে এই ধরনের সফল অভিযানের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।