ফোন অতীত, এবার হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার হোয়াটসঅ্যাপেই জানানো যাবে সমস্ত অভিযোগ। সব অভিযোগ শুনবেন যোগী আদিত্যনাথ।

author-image
SWETA MITRA
New Update
whatsaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার বড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। জানা গিয়েছে, এবার মানুষেরসঙ্গেসরাসরিযোগাযোগেরজন্যহোয়াটসঅ্যাপচ্যানেলচালুকরলেনমুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)।

Image

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার 'চিফ মিনিস্টার অফিস, উত্তর প্রদেশ' নামে একটি নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছেন। লোকেরা এই চ্যানেলের মাধ্যমে সহজেই তাদের চিন্তাভাবনা এবং উদ্বেগগুলি মুখ্যমন্ত্রীর অফিসের সাথে ভাগ করে নিতে পারবেন এবার থেকে বলে খবর।