New Update
/anm-bengali/media/media_files/erZKV9xJMdel2LN72FvS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় (Odisha Train Accident) নওয়াদা জেলার বাসিন্দা পাপ্পু মাঝির মৃত্যুও সবাইকে বিচলিত করেছিল। জেলার মাদরা গ্রামের বাসিন্দা পাপ্পু পেশায় একজন শ্রমিক ছিলেন এবং কাজের জন্য কেরালায় যাচ্ছিলেন। ২৬ বছর বয়সী পাপ্পু মারা যাওয়ার পর তার মৃতদেহ খুঁজে পেতে অনেকটা সময় লেগেছিল। দেহ খুঁজে পাওয়ার পর স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছিলেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় পাপ্পুর গ্রামের রাজকুমার, কানহাইয়া, মনোজ, মুকেশ, রাজেশ ও মন্টুও আহত হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us