/anm-bengali/media/media_files/2025/08/17/odisha-teachers-student-2025-08-17-21-26-59.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার এক শিক্ষক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। পরীক্ষার সময় ঘুমিয়ে পড়া এক ছাত্রকে তিনি যে মিষ্টি ভঙ্গিতে জাগালেন, তাঁর ভিডিও ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা একে বলছেন “সবচেয়ে কিউট পরীক্ষা মুহূর্ত।”
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রভাত কুমার প্রধান, যা ইতিমধ্যেই মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/17/odisha-viral-2025-08-17-21-27-18.jpg)
ক্লিপে দেখা যায়, এক ছাত্র মাথা নামিয়ে ডেস্কে ঘুমোচ্ছে। উত্তরপত্র ও প্রশ্নপত্র একপাশে পড়ে আছে। হঠাৎ শিক্ষক ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে দেন। ছাত্রটি চমকে উঠে তাকাতেই পুরো ক্লাস হেসে ওঠে, শিক্ষকও হেসে ফেলেন।
এই ছোট্ট মুহূর্তই মন ছুঁয়ে দিয়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, “পড়ার চাপ আর ঘুমের লড়াই = সবচেয়ে কিউট পরীক্ষার মুহূর্ত। এমন শিক্ষক থাকলে সব কিছু সহজ।”
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “স্যারের হাসিটাই দারুণ। বকাঝকা না করে তিনি শুধু হাসলেন—এটাই ছাত্রদের কাছে সবথেকে বড় শিক্ষা।”
আরেকজন মন্তব্য করেছেন, “সব শিক্ষককেই এমন হওয়া উচিত।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us