নিজস্ব সংবাদদাতা: ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি বিধায়ক মোহন চরণ মাঝি। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন কনক বর্ধন সিং দেও ও প্রবতী পারিদা। দলের সাংসদ সুকান্ত কুমার পানিগ্রাহি বলেছেন, "মোহন মাঝি হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদাকে ডেপুটি সিএম নির্বাচিত করা হয়েছে। পার্টি অভিজ্ঞ নেতাদের নির্বাচিত করেছে। এই দলটি বিশ্বাস করে গণতান্ত্রিক প্রক্রিয়া তাঁরা জানেন। যাঁকে নির্বাচিত করা হয়েছে তাঁকে সবাই মেনে নেবেন। আমরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সারাদেশে যে উন্নয়ন হচ্ছে তাতে সামিল হবো।"
#WATCH | BJP MLA Mohan Charan Majhi to be the new CM of Odisha. Kanak Vardhan Singh Deo and Pravati Parida to be the Deputy Chief Ministers.
— ANI (@ANI) June 11, 2024
Party MP Sukanta Kumar Panigrahi says, "...Mohan Majhi would be the next CM. With him, Kanak Vardhan Singh Deo and Pravati Parida have… pic.twitter.com/JsUE7qbM2E