/anm-bengali/media/media_files/2025/11/17/banglaeshi-2025-11-17-18-12-07.png)
নিজস্ব সংবাদদাতা: জগৎসিংহপুরে সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে বড়সড় অভিযানে নেমে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করল পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর থানা এলাকার বেহেরাম বস্তিতে হানা দিয়ে পুলিশ দুই সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল, ওই এলাকায় বহুদিন ধরে নথিহীন বিদেশিদের বড় একটি দল অবস্থান করছে। সেই খবরের ভিত্তিতেই বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় আটক দু’জনের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে প্রাথমিক তথ্য, বেহেরাম বস্তির ঘনবসতিপূর্ণ এলাকার একটি ভাড়া বাড়িতে একসঙ্গে ৩০ জনেরও বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক বসবাস করছিলেন। ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই তাদের অস্থায়ী আশ্রয় হিসাবে ব্যবহার করা হচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের। সকালে পুলিশ পরিচয়পত্র যাচাই করতে ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য হানা দেয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
কিন্তু পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। পরিচয়পত্র যাচাই চলাকালীন অভিযানের বিরোধিতা করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে কয়েকজন সন্দেহভাজন। অভিযানে বাধা দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলের অস্থিরতা বাড়তে থাকায় দ্রুত অতিরিক্ত বাহিনী ডেকে পাঠায় পুলিশ। পরে দু’প্লাটুনেরও বেশি ফোর্স মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয় যাতে পরিস্থিতি আর না জটিল হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় অচেনা মানুষের আনাগোনা বেড়েছে। পুলিশের এই অভিযান হয়তো আরও বড় চক্রের সন্ধান দেবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us