বিহার ভোট নিয়ে কটাক্ষ ওড়িশা কংগ্রেস সভাপতির

ভয় মোদির কানে বাজছে, মহাগঠবন্ধনের বাড়তি সুবিধা—ভক্তচরণ দাস।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-29 10.11.10 AM

নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের পক্ষে জয়ের সম্ভাবনা রয়েছে বলে দাবি করলেন ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভক্তচরণ দাস। তিনি বলেন, “বিহারে পরাজয়ের ভয় এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কানে বাজছে। সেখানে আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলি মিলে মহাগঠবন্ধন হিসেবে এগিয়ে রয়েছে।”

একইসঙ্গে জনসুরাজ অভিযানের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে নিয়েও মন্তব্য করেন দাস। তাঁর কথায়, “তিনি সময় নষ্ট করছেন। কিছুই লাভ হবে না। সামান্য কিছু ভোট ফরওয়ার্ড কমিউনিটি থেকে পেতে পারেন, কিন্তু তার ফল এনডিএর ক্ষতিই হবে। যদিও তাঁর সভাগুলিতে ভিড় হচ্ছে, কিন্তু সেসব মানুষ ভোটে তাঁকে সমর্থন করবে না।”