New Update
/anm-bengali/media/media_files/amQxKfyY9uksjqnypPf2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই ওড়িশায় পুরীর জগন্নাথ মন্দিরের হেরিটেজ করিডোর উদ্বোধন হতে চলেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ১৭ জানুয়ারি জগন্নাথ পুরী হেরিটেজ করিডোর উদ্বোধন করবেন। সেই প্রসঙ্গে পুরীর কালেক্টর সমর্থ ভার্মা বলেছেন, "শ্রী জগন্নাথ মন্দির পরিক্রমা প্রকল্পটি ১৭ জানুয়ারী উদ্বোধন করা হবে। মন্দির প্রশাসনের মহারাজা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এটি উদ্বোধন করবেন। আমরা সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য একটি বিস্তৃত ব্যবস্থা করেছি।"
#WATCH | Puri: Odisha CM Naveen Patnaik to inaugurate Jagannath Puri heritage corridor on January 17 pic.twitter.com/qA2bP6pSg1
— ANI (@ANI) January 8, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us