বীরভূমের পুলিশ সুপারকে ডেকে পাঠালো জাতীয় মহিলা কমিশন

পুলিশের জবাবে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় মন্তব্যের অভিযোগে এবার ফের একবার বীরভূমের পুলিশ সুপারকে ডেকে পাঠালো জাতীয় মহিলা কমিশন। খুব শীঘ্রই তাঁকে যেতে হবে দিল্লি বলে এমনই নির্দেশিকায় জানানো হয়েছে। 

এর আগেও রিপোর্ট চেয়ে জাতীয় মহিলা কমিশন চিঠি পাঠিয়েছিল বীরভূম জেলা পুলিশকে। যার উত্তর দিয়েছিল বীরভূম জেলা পুলিশ। তবে পুলিশের জবাবে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। 

nwc nnn

গত ৪ জুন, কমিশনের সদস্যা অর্চনা মজুমদার স্পষ্ট জানান, তারা এই জবাবে "খুশি নন" এবং আরও বিস্তারিত তথ্য ও পদক্ষেপের দাবি জানানো হবে। আর এবার সেই জন্যেই ফের দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে ডেকে পাঠানো হল বীরভূমের পুলিশ সুপারকে।