/anm-bengali/media/media_files/2025/07/16/fouja-singh-2025-07-16-08-39-03.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাব পুলিশ ১১৪ বছর বয়সী কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যুর ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি একজন ৩০ বছর বয়সী এনআরআই (প্রবাসী ভারতীয়), যার নাম অমৃতপাল সিং ধিলোঁ। সূত্র অনুযায়ী, এই হৃদয়বিদারক হিট অ্যান্ড রান ঘটনার মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া দুর্ঘটনায় ব্যবহৃত টয়োটা ফর্চুনার গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
ধৃত অমৃতপাল সিং ধিলোঁ জলন্ধরের কারতারপুরের দাসুপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি ভগপুর থানায় পুলিশের জেরার মুখে রয়েছেন। আজ তাকে আদালতে পেশ করা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে জানিয়েছে সূত্র।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/01/4WzlNfutes5F5ECjJ8Qd.jpg)
পুলিশ জানিয়েছে, ঘটনার পর সম্ভাব্য গাড়ির একটি তালিকা প্রস্তুত করা হয়। তদন্তে একটি টয়োটা ফর্চুনার গাড়িকে শনাক্ত করা যায়, যার মালিকানা রয়েছে কপূরথলার বাসিন্দা বরিন্দর সিংয়ের নামে। প্রাথমিক তদন্তে উঠে আসে, এই গাড়িটিই ঘটনার সঙ্গে যুক্ত।
১১৪ বছর বয়সেও যিনি একসময় বিশ্বের সবচেয়ে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ হিসেবে পরিচিত ছিলেন, সেই ফৌজা সিংয়ের এমন মর্মান্তিক পরিণতি গোটা দেশে শোকের ছায়া ফেলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us