ওয়েটিং-এ নাম রেখে আর ট্রেনে যাত্রা করবেন নাকি?

হাওড়া, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুর মতো ব্যস্ততম স্টেশনে এই নীতি কার্যকর হবে খুব শীঘ্রই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Train

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় রেল ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য এবার নতুন নিয়ম চালু করেছে। যার অধীনে দেশের ৬০টি প্রধান রেল স্টেশনে কেবলমাত্র নিশ্চিত টিকিটধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই পদক্ষেপের লক্ষ্য অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করা।

নয়াদিল্লি, বারাণসী, অযোধ্যা, পাটনা ও আনন্দ বিহার স্টেশনে ইতিমধ্যেই এই নীতি কার্যকর হয়েছে। নতুন নিয়মের ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফিরে যেতে হতে পারে। যা জানা যাচ্ছে, আগামী দিনে হাওড়া, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুর মতো ব্যস্ততম স্টেশনেও এই নীতি কার্যকর করা হবে।

trainsfs.jpg

কেন এই সিদ্ধান্ত? আসলে রেলের তরফে জানানো হচ্ছে, প্রতিদিন ভারতীয় রেল ১২,০০০-এর বেশি ট্রেনে লক্ষ লক্ষ যাত্রী বহন করে। অনেক রুটে অতিরিক্ত ভিড়ের কারণে নিশ্চিত টিকিট থাকা সত্ত্বেও তাদের আসনে বসতে পারেন না। তাই যাত্রীদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতেই ভারতীয় রেলের এই নতুন পদক্ষেপ।