/anm-bengali/media/media_files/SGn60MzlgokGPuxdeeEO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিধি জেলায় এক আদিবাসী যুবকের ওপর প্রস্রাব করার অভিযোগে পরভেশ শুক্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে এই ঘটনা নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আজ বুধবার টুইটারে এক ভিডিও শেয়ার করে ফিরহাদ হাকিম (Firhad Hakim) লেখেন‘ 'মধ্যপ্রদেশে বিজেপি নেতা পরভেশ শুক্লা আদিবাসী এক ভাইয়ের গায়ে পেচ্ছাপ করছে। ভারতের মূলনিবাসী মানুষেরা আজ অত্যাচারে অতিষ্ট। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই জানুয়ার পরভেশ শুক্লাকে অভিন্ন দেওয়ানী বিধি ( Uniform Civil Code) চালু হওয়ার আগেই এই অবস্থা। চালু হওয়ার পরে কি হবে নিশ্চই বুঝতে পারছেন’ ।
মধ্যপ্রদেশে বিজেপি নেতা পরভেশ শুক্লা আদিবাসীর এক ভাইয়ের গায়ে পেচ্ছাপ করছে। ভারতের মূলনিবাসী মানুষেরা আজ অত্যাচারে অতিষ্ট এই। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই জানুয়ার পরভেশ শুক্লাকে ✊
— FIRHAD HAKIM (@FirhadHakim) July 5, 2023
অভিন্ন দেওয়ানী বিধি ( Uniform Civil Code) চালু হওয়ার আগেই এই অবস্থা। চালু হওয়ার পরে কি… pic.twitter.com/pnHwxsCtmn
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us