নিজস্ব সংবাদদাতা : টমেটো, পেঁয়াজ এখন অতীত। এবার আগুন পাউরুটির দামে। সকালে ব্রেকফাস্ট হোক বা স্কুল-অফিসের টিফিন পাউরুটির জুরি মেলা ভার। ব্রেড বাটার, জ্যাম পাউরুটি, স্যান্ডউইচও এবার কপালে ভাঁজ ফেলছে মধ্যবিত্তের। তবে দাম বেড়েছে বাণিজ্য নগরী মুম্বইতে। ময়দার দাম বাড়ায় দাম বেড়েছে সাদা পাউরুটির। বাউন ব্রেডের দাম অপরিবর্তিত। এছাড়াও দাম বেড়েছে স্যান্ডউইচের বড় পাউরুটিরও। ৩৫০-৪০০ গ্রাম ওজনের পাউরুটির দাম ছিল ৩৫ টাকা। সেটা বেড়ে হয়েছে ৩৮ টাকা। ২০০ গ্রাম ওজনের পাউরুটির দাম ১৮ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। ৬০০-৬৫০ গ্রামের রুটির দাম ৫২-৫৫ টাকা ছিল। সেটা পৌঁছিয়েছে ৬০ টাকায়। ৮০০ গ্রামের বড় পাউরুটি যেগুলি স্যান্ডউইচ বিক্রেতারা ব্যবহার করেন সেটির দাম ৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা। ইতিমধ্যেই দাম বাড়িয়েছে ব্রিটানিয়া, উইবস এবং মডার্নের মতো কোম্পানিগুলি।