শিশুসুলভ আচরণ করছে বিরোধীরা, বলছেন J&K নেতারা

নতুন সংসদ ভবনের উদ্বোধনী (New Parliament Building) অনুষ্ঠানকে বয়কটের ডাক দিয়েছে বহু রাজনৈতিক দল। এদিকে বিরোধী দলগুলির এহেন কাণ্ডের নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকজন নেতা ও কর্মী।

author-image
SWETA MITRA
26 May 2023
শিশুসুলভ আচরণ করছে বিরোধীরা, বলছেন J&K নেতারা

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধনী (New Parliament Building) অনুষ্ঠানকে বয়কটের ডাক দিয়েছে বহু রাজনৈতিক দল। এদিকে বিরোধী দলগুলির এহেন কাণ্ডের নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের বেশ কয়েকজন নেতা কর্মী। তাঁরা শুক্রবার উদ্বোধনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং বিরোধীদের সিদ্ধান্তকে "শিশুসুলভ এবং তুচ্ছ" বলে বর্ণনা করেছেন।

আগামী ২৮ মে নতুন সংসদ ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১টি রাজনৈতিক দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিল হুসেন বলেছেন, ‘নতুন সংসদ ভবন গণতন্ত্রের মন্দির এবং এটি বিরোধী দলসহ সকলের জন্য গর্বের বিষয়।‘

তিনি বলেন, ‘নতুন সংসদ ভবন গণতন্ত্রের মন্দির। এটা আমাদের সকলের জন্য, বিরোধী দল সহ সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের বিষয়। গত ৭০ বছরে আমাদের এমন নেতৃত্ব ছিল না। আপনারা যদি বিশ্বব্যাপী রেটিং দেখেন তবে প্রধানমন্ত্রী মোদীর রেটিং ৭৮ এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের রেটিং মাত্র ৪৩।‘