গীতা প্রেসকে নিয়ে সংঘাত চরমে, ময়দানে নামলেন অমিত শাহ

সম্প্রতি গীতা প্রেসকে গান্ধী শান্তি পুরস্কারের দেওয়ার ঘোষণা হওয়ার পরেই সরব হয়েছে কংগ্রেস। ঘটনাকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে বাক বিতণ্ডা।

author-image
SWETA MITRA
New Update
shah.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গোরক্ষপুরেরগীতাপ্রেসকে গান্ধীশান্তিপুরষ্কারদেওয়ারকথা ঘোষণা হওয়ার পর থেকেইবিজেপি (BJP)কংগ্রেসেরমধ্যেবাকযুদ্ধশুরুহয়েছে।কংগ্রেস (Congress) এইসিদ্ধান্তেরসমালোচনাকরেছে।এরই মাঝে এবার ময়দানে নামলেন কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ (Amit Shah)। আজ সোমবার এইবিষয়ে তিনিটুইটকরেছেন।অমিত শাহলেখেন, "ভারতেরগৌরবোজ্জ্বলপ্রাচীনসনাতনসংস্কৃতিএবংআধারগ্রন্থগুলিযদিআজসহজেইপড়াযায়তবে সেক্ষেত্রে বড় অবদান রয়েছে এই গীতা প্রেসের।  ১০০ বছরেরও বেশি সময় ধরে গীতা প্রেস নিঃস্বার্থভাবে রামচরিত মানস থেকে শুরু করে শ্রীমদ্ভগবদ গীতা পর্যন্ত অনেক পবিত্র গ্রন্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চমৎকার কাজ করে চলেছে। অহিংস ও অন্যান্য গান্ধীবাদী পদ্ধতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গীতা প্রেসকে ২০২১ সালের গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হবে।“