বিজেপির ৮ নেতার হাতে নোটিশ ধরালো পুলিশ

সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে ছত্তিশগড় (Chattisgarh) বিজেপির মুখপাত্র-সহ আট জন কর্মীকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আট জন বিজেপি কর্মীকে পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে ...

author-image
SWETA MITRA
New Update
bjps.jpg


নিজস্ব সংবাদদাতাঃ এবার বিপাকে ৮ বিজেপি (BJP) নেতা। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে ছত্তিশগড় (Chattisgarh) বিজেপির মুখপাত্র-সহ আট জন কর্মীকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আট জন বিজেপি কর্মীকে পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে এবং এই ধরনের পোস্ট সম্পর্কিত সত্য বিবৃতি উপস্থাপন করতে বলা হয়েছে। এই আট জন হলেন দলের কোষাধ্যক্ষ নন্দন জৈন, ছত্তিশগড় বিজেপির আইটি সেলের ইনচার্জ সুনীল পিল্লাই, মুখপাত্র সঞ্জয় শ্রীবাস্তব, বিজেপির ট্রেড সেলের সভাপতি ও মুখপাত্র কেদারনাথ গুপ্ত, বিজেপির যুব মোর্চা বোর্ডের সভাপতি যোগী সাহু, যুব মোর্চার বিভাগীয় সমন্বয়ক কমল শর্মা, ডিডি নগর যুব মোর্চার সভাপতি শুভঙ্কর এবং দলীয় কর্মী বিট্টু পানিগ্রাহী।