New Update
/anm-bengali/media/media_files/35koy6DKsbe9iF1uasCo.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে মহারাষ্ট্র। জানা গিয়েছে, এবার মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে এক ১৫ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। এদিকে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই চারজনের মধ্যে একজন নাবালকও রয়েছে। কোলসেওয়াড়ি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) ধারা এবং পোকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সাহিল রাজভর (১৮), সুজল গাবতী (২০), বিজয় বেরা (২১)। যদিও এক নাবালকের নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে নির্যাতিতার বাবা-মা পুলিশ এবং তাঁদের তরফে অভিযোগ দায়ের করার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। এর পরেই থানের কোলসেওয়াড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us