এনকাউন্টারে নিহত কুখ্যাত অপরাধী, মাথায় ছিল ১ লক্ষ টাকার পুরস্কার

বড় সাফল্য এসটিএফের।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশ এসটিএফের এনকাউন্টারে নিহত হলো কুখ্যাত অপরাধী শঙ্কর কানৌজিয়া। তার মাথার ওপর ছিল এক লক্ষ টাকার পুরস্কার। বারাণসীতে সংঘটিত এই অভিযানে এসটিএফের হাতে উদ্ধার হয়েছে একটি কারবাইন, একটি পিস্তল এবং বেশ কিছু কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গেছে, শঙ্কর কানৌজিয়া ২০১১ সাল থেকে পলাতক ছিল এবং দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণের মতো একাধিক অপরাধে জড়িত ছিল। এসটিএফ জানিয়েছে, দীর্ঘ অনুসন্ধানের পর তাকে খুঁজে বের করে এই এনকাউন্টার চালানো হয়।