ইডি নয়, বিজেপির নোটিশ! ফাঁস আসল সত্যি

অরবিন্দ কেজরিওয়ালকে তলব করতেই এবার আসল সত্যি ফাঁস করে দিলেন আরজেডি সাংসদ।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দিল্লি আবগারী দুর্নীতি মামলায় এবার ইডি দফতরে ডাক পড়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তবে কেজরিকে যে নোটিশ দেওয়া হয়েছে তা ইডি নয়, বরং বিজেপি দিয়ছে বলে দাবি আরজেডি সাংসদ মনোজ ঝা-র। তার কথায়, "এটি ইডির নয়, বিজেপির নোটিশ। এখন নির্বাচনের মরশুম। আমরা কেবল বিজেপির সাথে নয়, কেন্দ্রীয় সংস্থাগুলির সাথেও লড়াই করছি, যারা নিজেদের চরিত্রের অবক্ষয়ের সাক্ষী হতে মেনে নিয়েছে।"

hiring 2.jpeg