ভারি বৃষ্টির কারণে জম্মুতে ব্যাহত রেল পরিষেবা ! বাতিল করা হল ৪৫টি ট্রেন

কেন এই পদক্ষেপ নেওয়া হল ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ভারি বৃষ্টির কারণে এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার জম্মু অঞ্চলের ৪৫টি ট্রেন বাতিল এবং ২৫টিরও বেশি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করলো উত্তর রেলওয়ে (Northern Railway)।  মঙ্গলবার উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) হিমাংশু শেখর উপাধ্যায় এই তথ্য জানিয়েছেন।

Train

হিমাংশু শেখর উপাধ্যায় বলেন, "যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং জম্মু অঞ্চলে ভারী বৃষ্টির কারণে, উত্তর রেলওয়ে ৪৫টি ট্রেন বাতিল করেছে এবং ২৫টিরও বেশি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করেছে।" তিনি আরও জানান যে, ''রেলওয়ে ট্র্যাকগুলিতে বৃষ্টির কারণে জল জমেছে এবং কিছু জায়গায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।''