রাজ্যের কোনও কন্যাই অবিবাহিত থাকবে না ! বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী

কি দাবি করলেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনার সম্পর্কে কথা বলতে গিয়ে, আজ একটি বড় দাবি করে বসলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ''এই রাজ্যের কোনও কন্যাই অবিবাহিত থাকবে না।'' এই যোজনার সুফল সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনার আওতায় এখনও পর্যন্ত ৪ লক্ষ কন্যার বিবাহ সম্পন্ন হয়েছে।"

cm yogi adityanath ji.jpg

এছাড়াও তিনি বলেন, ''এই প্রকল্পের মাধ্যমে আমরা সমাজের প্রতিটি পরিবারের পাশে দাঁড়াতে চাই, যাতে এই রাজ্যের কোনও কন্যাই অবিবাহিত না থাকে।''