/anm-bengali/media/media_files/2025/10/05/budozer-2025-10-05-22-40-42.png)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় সরকারি জমিতে নির্মিত বলে অভিযোগ থাকা এক মসজিদ, বিয়ের হল ও হাসপাতাল ভাঙার আদেশে কোনো স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে এলাহাবাদ হাইকোর্ট। শনিবার একক বেঞ্চের বিচারপতি দীনের পাঠক মামলার শুনানিতে মসজিদ কমিটিকে পরামর্শ দেন যে তারা যেন ট্রায়াল কোর্টে আপিল করে।
এই মামলাটি দায়ের করেছিলেন ‘মসজিদ শরিফ গাউসুল ওয়ারা রাওয়া বুজুর্গ’ ও তার মুতাওয়াল্লি (পরিচালক) মিনজার। প্রশাসন ইতিমধ্যেই বৃহস্পতিবার রাওয়া বুজুর্গ গ্রামে প্রায় ৩০,০০০ বর্গফুট জায়গাজুড়ে থাকা মসজিদ ও বিয়ের হল বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। ঘটনাস্থলে ছিল বড় পুলিশবাহিনী, যাতে কোনো অশান্তি না হয়।
প্রশাসনের দাবি, প্রায় দশ বছর আগে নির্মিত এই মসজিদ ও হল সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল। সম্প্রতি এক জমি জরিপে (survey) সেটি অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/15/373BoGoREqJ0k9WMNVnM.jpg)
এটি গত চার মাসে সাম্ভালে মসজিদ ভাঙা নিয়ে দ্বিতীয় বিতর্কিত ঘটনা। আদালতে শুনানির সময় মসজিদ কমিটি তাদের জমির মালিকানার কাগজপত্র আদালতের নির্দেশ অনুযায়ী জমা দেয়।
মসজিদের পক্ষে আইনজীবী অরবিন্দ কুমার ত্রিপাঠি অভিযোগ করেন, “প্রশাসন কোনো আনুষ্ঠানিক নির্দেশ ছাড়াই ভাঙার কাজ শুরু করেছিল। আদালতের হস্তক্ষেপের পরেই তারা একটি লিখিত আদেশ জারি করে।” তবে আদালত জানায়, এই মুহূর্তে ধ্বংস অভিযান বন্ধের কোনো নির্দেশ দেওয়া হবে না, বরং মসজিদ কমিটি চাইলে নিচু আদালতে আপিল করতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us