মার্কিনিরা কফি ছাড়ছেন? Starbucks বয়কটের আহ্বানে আগুন ছড়াল মামদানির পোস্ট

স্টারবাকস কর্মীদের দেশজোড়া ধর্মঘটে পাশে দাঁড়ালেন নিউইয়র্কের মেয়র-ইলেক্ট জোহরান মামদানি। ন্যায্য চুক্তি না হওয়া পর্যন্ত স্টারবাকস বয়কটের আহ্বান।

author-image
Tamalika Chakraborty
New Update
mamdani aa

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার জনপ্রিয় কফি চেইন স্টারবাকসকে ঘিরে চলা দেশজোড়া ধর্মঘটের মধ্যে নিউইয়র্ক সিটির মেয়র-ইলেক্ট জোহরান মামদানি প্রকাশ্যে কর্মীদের পাশে দাঁড়ালেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যত দিন পর্যন্ত ধর্মঘট চলবে, তত দিন তিনি কোনো স্টারবাকস পণ্য কিনবেন না এবং আমেরিকার মানুষকেও একইভাবে বয়কটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার এক্সে (X) পোস্ট করে মামদানি লিখেছেন, “স্টারবাকসের কর্মীরা এখন অন্যায় শ্রমনীতির বিরুদ্ধে লড়ছেন, ন্যায্য চুক্তির জন্য সংগ্রাম করছেন। কর্মীরা যখন ধর্মঘটে, আমি স্টারবাকস কিনব না। আপনাদেরও অনুরোধ— আমাদের সঙ্গে থাকুন। চুক্তি নেই? কফিও নেই।”

মামদানির এই পোস্টের সঙ্গে যুক্ত ছিল Starbucks Workers United-এর ঘোষণাও। তারা জানিয়েছে, ১৩ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার কর্মী একযোগে ধর্মঘটে নেমেছেন, যা স্টারবাকসের ইতিহাসে সবচেয়ে বড় এবং সম্ভাব্যভাবে দীর্ঘতম ULP Strike (Unfair Labor Practices Strike) হয়ে উঠতে পারে।

Mamdani

কর্মীদের অভিযোগ— সংস্থা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র এবং মৌলিক শ্রমিক অধিকার নিয়ে আলোচনায় বসছে না। তাই ইউনিয়ন গ্রাহকদের অনুরোধ করেছে, চুক্তি না হওয়া পর্যন্ত স্টারবাকস সম্পূর্ণ বয়কট করা হোক।

স্টারবাকস কর্তৃপক্ষ এখনো ধর্মঘট নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও পরিস্থিতি দ্রুত চাপ তৈরি করছে। মামদানির মত উচ্চ-প্রোফাইল সমর্থন আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছে বলে কর্মী সংগঠনের দাবি।