/anm-bengali/media/media_files/2025/08/24/screenshot-2025-08-24-844-am-2025-08-24-08-49-04.png)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া নিয়ে রাজনৈতিক পারদ ফের চড়ল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তীব্র আক্রমণ শানালেন তেজস্বীর বিরুদ্ধে।
নিত্যানন্দ রায়ের অভিযোগ, “তেজস্বী যাদব সর্বদা দরিদ্রের মসিহা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেন। এতে বিহারের সাধারণ মানুষের হৃদয়ে আঘাত লাগে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় বিহারের প্রায় আড়াই কোটি থেকে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন। যিনি দরিদ্রতা দূর করেছেন, তাঁকে যদি দুর্নীতিগ্রস্ত নেতা গালাগালি করেন, তবে তা দরিদ্র মানুষের কাছে অত্যন্ত কষ্টদায়ক।”
/anm-bengali/media/post_attachments/518988a2-dd9.png)
আরজেডি নেতাকে কটাক্ষ করে নিত্যানন্দ রায় বলেন, “আজ তেজস্বী যাদব বারবার বলছেন, আমরা অপরাধ ও দুর্নীতিমুক্ত সরকার দেব। অথচ মানুষ তা শুনে হাসছেন। কারণ ক্ষমতায় থাকাকালীন তিনি শুধু অপরাধ ও দুর্নীতিকেই উৎসাহ দিয়েছেন। বিহারের মানুষ জানেন, দুর্নীতি ও অপরাধ আরজেডি এবং তেজস্বীর নীতিরই অংশ।”
২০২৫ সালের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি দাবি করেন, “আগামী নির্বাচনে ঘমণ্ডিয়া জোট সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।”
রাজনৈতিক মহলে এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। একদিকে বিজেপি শিবির তেজস্বীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে আরজেডি এই আক্রমণকে রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us