নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন, জানিয়ে দিলেন চিরাগ

নীতীশ কুমারের নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবকে মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করায় এবার প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। এদিন তিনি বলেন, “এত লড়াই, ঝগড়া, অনুরোধ, অথবা কোথাও ভয় দেখানোর পর, যদি আপনাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে গ্রহণ করা হয়, তাহলে এটা কেমন গ্রহণযোগ্যতা। এত দ্বন্দ্বের পর যদি আপনি মুখ্যমন্ত্রীর মুখ হয়ে থাকেন, তাহলে এর অর্থ জোটের মধ্যে আপনার মুখের কোনও স্বাভাবিক গ্রহণযোগ্যতা নেই। আমরা বারবার বলছি যে আমরা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ যে বিধায়করা একসাথে বসে তাদের নেতা নির্বাচন করবেন কারণ আমাদের জোটে পাঁচটি দল রয়েছে। আমি বিশ্বাস করি যে আবারও, সমস্ত বিধায়ক নিশ্চিত করবেন যে নীতীশ কুমার ১৪ নভেম্বরের পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নির্বাচন তাঁর নেতৃত্বেই লড়া হচ্ছে, এবং তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু তারা (মহাজোটবন্ধন) কেবল একটি মুখ তুলে ধরার জন্য অন্য সমস্ত মুখকে পাশে সরিয়ে রেখেছে”।

chirag paswannj.jpg