/anm-bengali/media/media_files/yOM45RLuhL4N4DgHd6Xp.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বর্তমানে এই রাজ্যেই রয়েছেন কংগ্রেসের হেভিওয়েটরা। রাজ্যে চলছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর সেই রাজ্যে থাকতেই প্রকাশ্যে চলে এল ইন্ডিয়া জোটের মহা ভাঙন। সৌজন্যে নীতীশ কুমার। গতকালই এনডিএ শিবিরে পুনরায় ফিরে গেছেন নীতীশ কুমার। নবম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। অথচ এই নীতীশ কুমারই ইন্ডিয়া জোটের অন্যতম কর্ণধার ছিলেন। এদিন সেই নীতীশ কুমারের এনডিএ-তে যোগ দেওয়ার বিষয়ে ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।
এদিন তিনি বলেন, “নীতীশ কুমার নিজে ইন্ডিয়া জোটের একটি মিটিং ডেকেছিলেন। পাটনায় ১৮টি দল উপস্থিত ছিল। এছাড়াও জোটের বৈঠক বেঙ্গালুরু, মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত বৈঠকে নীতীশ কুমার উপস্থিত ছিলেন। তিনি সেই সময় কোনও ইঙ্গিত দেননি, যে তিনি ইন্ডিয়া জোটের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। দুঃখের বিষয় যে শেষ মুহূর্তে তিনি আমাদের হাত ছেড়ে চলে গেছেন। এটি আস্থার সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা এবং বিহারের মানুষ শীঘ্রই তার জবাব দেবে”।
#WATCH | West Bengal: On Nitish Kumar joining NDA, Congress MP Jairam Ramesh says, "Nitish Kumar called a meeting... 18 parties were present in Patna. The meeting was held in Bengaluru, Mumbai. Nitish Kumar was present in all the meetings. He didn't give any hint (that he would… pic.twitter.com/BvfsSLRZpb
— ANI (@ANI) January 29, 2024
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us