নীতীশ কুমার, কংগ্রেস আনলো একগুচ্ছ অভিযোগ, নাম জুড়লো আরও একজনের

এই ঘটনাগুলি নিয়ে কথা বলা উচিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nitish.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের দিন যত এগোচ্ছে, তত যেন দলীয় উত্তাপ বাড়ছে সেই রাজ্যে। ফের একবার একাধিক কারণে নীতীশ কুমারকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন। এদিন তিনি বলেন, “দুর্ভাগ্যজনক যে বিহারের স্বরাষ্ট্রমন্ত্রীও নীতীশ কুমার, তিনি দুঃশাসনে লিপ্ত এবং পক্ষ পরিবর্তন করেন। ডাবল-ইঞ্জিন সরকারে আছেন, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছের লোক বলেই নীতীশ কুমারও সেখানে আছেন। তবুও, প্রতি মাসে, রাজ্যে ধর্ষণের অনেক ঘটনা ঘটছে। এটি কেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়? যদি নীতীশ কুমার চান বিহারের উন্নতি হোক, তাহলে তার আগে এই ঘটনাগুলি নিয়ে কথা বলা উচিত”।