নাগপুরে দক্ষতা কেন্দ্র স্থাপনে স্বাক্ষরিত হল বড়মাপের চুক্তি

কি বললেন নীতিন গড়করি ?

author-image
Debjit Biswas
New Update
nitin2.jpg

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ বিদর্ভ অঞ্চলের উন্নয়নকে নতুন মাত্রা দিতে 'বিদর্ভ গ্লোবাল ফাউন্ডেশন' (Vidarbha Global Foundation)-এর সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে নাগপুরে একটি অত্যাধুনিক দক্ষতা কেন্দ্র (Skill Centre) স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

nitin gadkari

ফাউন্ডেশনের উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী নীতিন গড়করি দক্ষতা উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন যে,''বিদর্ভকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে এখানকার বিপুল সংখ্যক যুব সমাজকে বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত করে তুলতে হবে।''

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, নাগপুরে স্থাপিত হতে যাওয়া এই দক্ষতা কেন্দ্রটি বিদর্ভ অঞ্চলের যুবকদের আধুনিক শিল্প ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। এর লক্ষ্য হলো, দক্ষ জনশক্তি তৈরি করে শিল্প ক্ষেত্রে স্থানীয় যুবকদের অংশগ্রহণ বাড়ানো।