New Update
/anm-bengali/media/media_files/tlKAwCJ3GdZuByHldfvu.jpg)
নিজস্ব সংবাদদাতা : সরকারি কাজকর্মে দীর্ঘসূত্রতা এবং ফাইল ফেলে রাখার খারাপ অভ্যাসের জন্য এবার সরকারি আধিকারিকদের কঠোর সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি বলেন,''আপনাদের দ্রুত কাজ করার অভ্যাস নেই। এখানে সবাই শুধু ফাইল ফেলে রাখেন—এটা খুবই খারাপ অভ্যাস। আমি এই কথাটি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, কারণ আমি নিজেও একই ধরনের কাজ করি।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/c8r3ku6DYY6ZNS0WLGcT.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us