BSF-এর নতুন ডিজি হচ্ছেন নীতীন আগরওয়াল

কেরালা ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার নীতীন আগরওয়ালকে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নতুন ডিজি হিসেবে নিযুক্ত করা হবে। তিনি একাধিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
bsf 1.jpg

ফাইল ছবি


নিজস্ব প্রতিনিধিঃ এবার বিএসএফ (BSF)-এর ডিজি হতে চলেছেন নীতীন আগরওয়াল। তিনি সন্ত্রাস বিরোধী ও মাওবাদী বিরোধী অভিযানে পারদর্শী।

bsf 2.jpg

পঙ্কজ সিংয়ের অবসর গ্রহণের পর থেকে গত কয়েক মাস ধরে এই পদটি শূন্য রয়েছে। তিনি পরবর্তীকালে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে যোগ দিয়েছিলেন।

bsf 3.jpg

এরপর সিআরপিএফের ডিজি এস এল থাউসেন বিএসএফের ডিজি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার নীতীন আগরওয়াল সিআরপিএফের অতিরিক্ত ডিজি হিসাবে মাওবাদী বিরোধী অভিযানের দায়িত্বে ছিলেন।