New Update
/anm-bengali/media/media_files/gfTG3oqaIdmqy96c7oqu.jpg)
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধিঃ এবার বিএসএফ (BSF)-এর ডিজি হতে চলেছেন নীতীন আগরওয়াল। তিনি সন্ত্রাস বিরোধী ও মাওবাদী বিরোধী অভিযানে পারদর্শী।
/anm-bengali/media/post_attachments/fMe4AHyPdZD1EiXbgMcN.jpg)
পঙ্কজ সিংয়ের অবসর গ্রহণের পর থেকে গত কয়েক মাস ধরে এই পদটি শূন্য রয়েছে। তিনি পরবর্তীকালে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে যোগ দিয়েছিলেন।
/anm-bengali/media/post_attachments/RzuupaPuSGn4AgpIzm28.jpg)
এরপর সিআরপিএফের ডিজি এস এল থাউসেন বিএসএফের ডিজি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার নীতীন আগরওয়াল সিআরপিএফের অতিরিক্ত ডিজি হিসাবে মাওবাদী বিরোধী অভিযানের দায়িত্বে ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us