নিজস্ব সংবাদদাতা : ফের একবার পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন,''পাকিস্তান আমাদের কাছে যুদ্ধক্ষেত্রে হেরেছে এবং কূটনৈতিক দিক থেকেও ব্যর্থ হয়েছে। ভারত সন্ত্রাসবাদ প্রসঙ্গে সবসময় জিরো টলারেন্স নীতি দেখিয়েছে এবং এখন আন্তর্জাতিক মহলও ভারতের পাশে রয়েছে।” এরপর নিজের বিদেশ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন,''আমাদের এই প্রতিনিধি দলে ৫টি ভিন্ন ধর্মের মানুষ ছিলেন, যা ভারতের বৈচিত্র্যের এক প্রতীক। এই সফরের সময় আমরা দেখেছি যে সৌদি আরব এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।”
/anm-bengali/media/media_files/zr1pzBrCl8MYCglTFqDv.jpg)