ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবো জিনিসের দাম কমছে কি না ! বড় দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

কি বড় দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ?

author-image
Debjit Biswas
New Update
nirmala budget 1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার নতুন জিএসটি (GST) সংস্কার নিয়ে ফের এক বড় দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন,''আগামী ২২শে সেপ্টেম্বর থেকে ব্যক্তিগতভাবে পণ্যের দাম কমার বিষয়টি আমি পর্যবেক্ষণ করবো। যদি কোনও নির্মাতা বা রাজ্য সরকারগুলি,সাধারণ মানুষকে জিএসটি (GST)-র সুবিধা থেকে বঞ্চিত করে, তবে তাদের জবাবদিহি করতে হবে। এমনকি রাজ্যগুলির অর্থমন্ত্রীদেরও এ বিষয়ে প্রশ্ন করা হতে পারে।''

nirmalaah.jpg