খলিস্তানি যোগের তদন্ত করা হবে ! গ্যাংস্টার অনমোল বিষ্ণোইকে ১১ দিনের হেফাজতে পাওয়ার পর জানাল NIA

কি জানাল NIA ?

author-image
Debjit Biswas
New Update
Nia

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত গ্যাংস্টার অনমোল বিষ্ণোইকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ১১ দিনের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) হেফাজতে রাখার নির্দেশ দেওয়ার পরই এই মামলার তদন্তের নতুন দিক উন্মোচন করলো তদন্তকারী সংস্থা। আজ এই বিষয়ে এনআইএ (NIA) জানিয়েছে, অনমোল বিষ্ণোইয়ের খলিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখা হবে।

NIA

এনআইএ (NIA)-এর বিশেষ সরকারি কৌঁসুলি (Special Public Prosecutor) রাহুল ত্যাগী আদালতের সিদ্ধান্তের পর সাংবাদিকদের বলেন, "১১ দিনের হেফাজত মঞ্জুর করা হয়েছে। তাঁকে আবার আগামী ২৯ নভেম্বর আদালতে তোলা হবে।"