মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণের পরই গ্রেফতার গ্যাংস্টার অনমোল বিষ্ণোই ! ১৫ দিনের হেফাজত চাইল NIA

কেন ১৫ দিনের হেফাজত চাইল NIA ?

author-image
Debjit Biswas
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা : কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই এবং জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত অনমোল বিষ্ণোইকে আজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণের পর গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। আন্তর্জাতিক অপরাধচক্র ও সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্রের তদন্তের জন্য এনআইএ (NIA) তাঁকে ১৫ দিনের পুলিশি হেফাজতে চেয়েছে।

এনআইএ (NIA) সূত্র অনুযায়ী, বহু মাস ধরে পলাতক থাকার পর আজ অনমোল বিষ্ণোইকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হলো। অমৃতসর বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয়। অনমোল বিষ্ণোই, যিনি লরেন্স বিষ্ণোইয়ের অপরাধী সংগঠনের অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত, তাঁর বিরুদ্ধে ক্রস-বর্ডার ষড়যন্ত্র, চাঁদাবাজি এবং ইউএপিএ (UAPA) আইনে সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলা রয়েছে।

Arrest

এনআইএ (NIA) আদালতকে জানিয়েছে, অনমোলকে জেরা করে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক, অস্ত্র পাচার এবং অন্যান্য দেশবিরোধী কার্যকলাপের বিষয়ে বিশদ তথ্য উদ্ধার করা প্রয়োজন। এই ব্যাপক তদন্তের স্বার্থে তাঁকে ১৫ দিনের পুলিশি হেফাজতে রাখা অত্যন্ত জরুরি।