নিজস্ব সংবাদদাতাঃ আজ দেশের ৩০টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। জানা গিয়েছে, তামিলনাড়ু ও তেলেঙ্গানার ৩০টি জায়গায় আইএসআইএস (ISIS) মৌলবাদ ও নিয়োগ মামলায় অভিযান চালিয়েছে। কোয়েম্বাটুরের ২১টি, চেন্নাইয়ের ৩টি, হায়দ্রাবাদের ৫টি এবং তেনকাসির ১টি স্থানে অভিযান চালানো হয়েছে। এদিকে এনআইএ-র তদন্তে জানা গিয়েছে, আইএসআইএস-অনুপ্রাণিত এজেন্টরা খিলাফত মতাদর্শের প্রচারে লিপ্ত ছিল, যা ভারতের সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের নীতির পরিপন্থী। এই মামলায় জড়িত ব্যক্তিদের একটি দল যুবকদের মৌলবাদী এবং নিয়োগের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যারা পরে সন্ত্রাসী এবং বেআইনী ক্রিয়াকলাপে জড়িয়ে পড়ে। ২০২২ সালের ২৩ শে অক্টোবর কোয়েম্বাটুর গাড়ি বোমা বিস্ফোরণ মামলার সাথে সম্পর্কিত এমনই একটি সন্ত্রাসী হামলা। একাধিক জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ও বৈদেশিক মুদ্রাসহ বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস এবং নথি বাজেয়াপ্ত করেছে এনআইএ।