BREAKING: অনলাইনে যুবসমাজকে জেহাদি শিক্ষা দিত যুবক ! বড় পদক্ষেপ নিল এনআইএ (NIA)

কি পদক্ষেপ নিল এনআইএ (NIA) ?

author-image
Debjit Biswas
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা : এবার তামিলনাড়ুতে আইএসআইএস (ISIS)-মতাদর্শ ছড়ানো ও ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত এ. আলফাসিথ নামের এক যুবকের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। এই অভিযুক্ত তামিলনাড়ুর ময়িলাডুথুরাই জেলার বাসিন্দা। এনআইএ (NIA) জানিয়েছে,''আলফাসিথ-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও ৫০৫ ধারার পাশাপাশি অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের (UA(P) Act) ১৩ ও ৩৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলাটি পুনমাল্লির এনআইএ (NIA)-র বিশেষ আদালতে দায়ের করা হয়েছে।''

NIA

এই বিষয়ে এনআইএ (NIA)-র অভিযোগ,''আলফাসিথ অনলাইনে বিভিন্ন উগ্রবাদী কার্যকলাপের মাধ্যমে যুব সমাজকে আইএসআইএস (ISIS)-এর মতাদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করছিল। এই তদন্তে উঠে এসেছে, সে বেশকিছু আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গেও যোগাযোগ রেখে চলছিল ও নানান চক্রান্তে লিপ্ত ছিল।'' এনআইএ (NIA) আরও জানিয়েছে, ''এই মামলাটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যার মূল উদ্দেশ্য ছিল ভারতের অভ্যন্তরের শান্তি বিনষ্ট করা ও সন্ত্রাস ছড়ানো।''