/anm-bengali/media/media_files/2025/02/19/lSGnCh8zTmXLTWgMxxUT.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার তামিলনাড়ুতে আইএসআইএস (ISIS)-মতাদর্শ ছড়ানো ও ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত এ. আলফাসিথ নামের এক যুবকের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। এই অভিযুক্ত তামিলনাড়ুর ময়িলাডুথুরাই জেলার বাসিন্দা। এনআইএ (NIA) জানিয়েছে,''আলফাসিথ-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও ৫০৫ ধারার পাশাপাশি অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের (UA(P) Act) ১৩ ও ৩৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলাটি পুনমাল্লির এনআইএ (NIA)-র বিশেষ আদালতে দায়ের করা হয়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/25/grxPYXAtaXK0qwEiFjLR.png)
এই বিষয়ে এনআইএ (NIA)-র অভিযোগ,''আলফাসিথ অনলাইনে বিভিন্ন উগ্রবাদী কার্যকলাপের মাধ্যমে যুব সমাজকে আইএসআইএস (ISIS)-এর মতাদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করছিল। এই তদন্তে উঠে এসেছে, সে বেশকিছু আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গেও যোগাযোগ রেখে চলছিল ও নানান চক্রান্তে লিপ্ত ছিল।'' এনআইএ (NIA) আরও জানিয়েছে, ''এই মামলাটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যার মূল উদ্দেশ্য ছিল ভারতের অভ্যন্তরের শান্তি বিনষ্ট করা ও সন্ত্রাস ছড়ানো।''
The National Investigation Agency (NIA) chargesheeted a key perpetrator in an ISIS radicalisation and conspiracy case of Tamil Nadu. The accused, A. Alfasith, hailing from Mayiladuthurai, Tamil Nadu, has been chargesheeted under sections 153A and 505 of IPC, and sections 13 and… pic.twitter.com/MpH5Sac24g
— ANI (@ANI) July 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us