বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পুনর্গঠন করছে NIA! কী তথ্য সামনে আসছে জেনে নিন

বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পুনর্গঠন করছে NIA।

author-image
Tamalika Chakraborty
New Update
Nia


নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যে NIA পহেলগাঁওয়ে হামলার তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। তারমধ্যেই এনআইএ  বৈসরন উপত্যাকায় জঙ্গি হামলার পুনর্গঠন করছে। বৈসরন উপত্যকার চারিদিক জঙ্গলে ঘেরা। তাই উপত্যকার ভৌগলিক পরিস্থিতি বুঝতে NIA জিআইএস ব্যবহার করছে বলে জানা গিয়েছে।  NIA- রিপোর্টে জানা গিয়েছে,  ১০ জন স্থানীয় বাসিন্দা জঙ্গিদের সাহায্য করেছে। সেই স্থানীয় বাসিন্দাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে NIA। 

Nia