BREAKING: ছত্তিশগড়ে আইইডি (IED) বিস্ফোরণ মামলায় চার্জশিট পেশ করলো এনআইএ (NIA) !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গত ২০২৩ সালের এপ্রিল মাসে,ছত্তিশগড়ে সংঘটিত হওয়া একটি আইইডি (IED) বিস্ফোরণে,সেখানকার ১০ জন জেলা রিজার্ভ গার্ড (DRG) কর্মী এবং এক সাধারণ চালকের মৃত্যু হয়েছিল। আর এবার এই মামলায় প্রধান অভিযুক্ত বান্দ্রা টাটি ওরফে হুংগা-র বিরুদ্ধে চার্জশিট দায়ের করলো জাতীয় তদন্ত সংস্থা (NIA)। এই বিষয়ে জাতীয় তদন্ত সংস্থা (NIA) জানিয়েছে,''হুংগা হলেন নিষিদ্ধ সিপিআই (মাওয়িস্ট) সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) বেশকিছু ধারা, বিস্ফোরক পদার্থ আইন, ছত্তিশগড় বিশেষ জন সুরক্ষা আইন, ২০০৫, এবং অসাংবিধানিক কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) অনুযায়ী অন্যান্য বিভিন্ন ধারায় অভিযোগ পেশ করা হয়েছে।''

NIA