দিল্লি বিস্ফোরণ মামলা: NIA হেফাজতে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন অভিযুক্ত

কেন অনুমতি পেলেন অভিযুক্ত ?

author-image
Debjit Biswas
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ মামলায় ধৃত অভিযুক্ত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ-কে আইনি সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। পাটিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ (NIA) আদালত নির্দেশ দিয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) সদর দফতরে হেফাজতে থাকাকালীন অভিযুক্ত তার আইনজীবীর সাথে সাক্ষাতের সুবিধা পাবে।

এনআইএ (NIA)-র হেফাজতে থাকাকালীন অভিযুক্ত যাতে তার আইনজীবীর সঙ্গে আইনি পরামর্শ নিতে পারে, সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আদালতের নির্দেশ অনুসারে, অভিযুক্ত একদিন অন্তর তার আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবে।

delhi blast

অভিযুক্ত জাসির বিলাল ওয়ানিকে এনআইএ (NIA) গত ১৭ নভেম্বর শ্রীনগর থেকে গ্রেপ্তার করে। পরদিন, ১৮ নভেম্বর তাকে ১০ দিনের জন্য এনআইএ (NIA) হেফাজতে পাঠানো হয়, যেখানে সে এই মুহূর্তে রয়েছে। আইনি অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আদালতের এই সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ।