BREAKING: ভারতে ইসলামিক খেলাফত স্থাপনের ষড়যন্ত্র ! বড় অ্যাকশন নিল NIA

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতবিরোধী কর্মকাণ্ড দমনে ফের একবার বড় পদক্ষেপ নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। আজ ভারতে ইসলামিক খেলাফত স্থাপনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে,তামিলনাড়ুর নিষিদ্ধ জঙ্গি সংগঠন,'হিজব উত তাহরির'-এর সদস্য বাভা বাহরুদ্দিন ওরফে মান্নাই বাভা-কে গ্রেপ্তার করা হয়। ধৃতের সমস্ত সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। এই সম্পত্তি UAPA আইনের ২৫ নম্বর ধারা অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিষয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) বলেছে, ''এই পদক্ষেপ হিজব উত তাহরিরের নাশকতামূলক কাজকর্মকে কঠোরভাবে দমন করতে সহায়তা করবে।'' 

NIA