চরম বিপর্যয়! পর্যটকদের সতর্ক করল প্রশাসন, ছুটছে পুলিশ

বুধবার জাতীয় সড়ক-৪৪ কিছু জায়গায় কাদা মাটি ও পাথর পড়ে যাওয়ার কারণে অবরুদ্ধ রয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে বলে খবর। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
ram.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও শিরোনামে জম্মুকাশ্মীর (Jammu & Kashmir)। জানা গিয়েছে, লাগাতার কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অংশে বৃষ্টি হয়েই চলেছে। এদিকে এহেন প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এরই মাঝে আজ বুধবার জাতীয়সড়ক-৪৪কিছুজায়গায়কাদামাটিপাথরপড়ে যাওয়ার কারণেঅবরুদ্ধরয়েছে।রাস্তাপরিষ্কারেরকাজশেষনাহওয়াপর্যন্তজনগণকেভ্রমণএড়ানোরপরামর্শদেওয়াহয়েছেরামবনের জেলাপ্রশাসকের তরফে।